
কক্সবাজারের উখিয়ায় কুখ্যাত ইয়াবা গডফাদার ও শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেন ওরফে মনির প্রকাশ (৩৮) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের ধামানখালী গ্রামের মৃত জব্বর মুল্লুকের ছেলে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মনিরকে কৌশলে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামিও। এছাড়া গত বছরের নভেম্বর মাসে দায়ের করা ৯৬০০ ইয়াবা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মনিরকে আইনানুগ প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
অভিযানের বিষয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, এ পর্যন্ত অনেক ইয়াবা পাচারকারী ধরা পড়েছে, তবে তারা বেশিরভাগই বহনকারী বা মাঠ পর্যায়ের সক্রিয় কারবারি। মূল গডফাদাররা থেকে যায় আড়ালে। বিজিবি ইতিমধ্যেই এদের চিহ্নিত করেছে। মাদক চক্রের নেপথ্যের গডফাদারদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত