উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২৩ ৮:০১ পিএম

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।

সোমবার (৪) রাতে উপজেলার পালংখালীর ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনসুর আলীর ছেলে মো. শাহাজাহান(৩৩) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত জাফরের ছেলে মো. রশিদ(২০)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

মো. আমির জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি তরবারি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশ এর এ কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...