প্রকাশিত: ১৪/০৯/২০১৬ ৬:৪৫ এএম

অনলাইন ডেস্ক ॥ ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। প্রকৃতি অনুকূলে থাকায় আনন্দের জোয়ারে মেতেছে ভ্রমণ পিপাসুরা। আর পর্যটকদের সমুদ্র স্নান ও পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসতে শুরু করেছেন শত শত পর্যটক। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী ও শৈবাল পয়েন্টে গা ভাসিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন পর্যটকরা।

ঈদের প্রথম দিন পর্যটকের সংখ্যা কম হলেও আগামীকাল থেকে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে। সৈকত শহরে হোটেল ,মোটেল, গেষ্টহাউজ ও রিসোর্ট রয়েছে ৪ শতাধিক। সবগুলো ঈদের ছুটিতে বুকড।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...