ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১০/২০২৫ ৮:৩৭ এএম

শীতকালে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজরসহ নানা সবজিতে ভরে ওঠে গ্রামবাংলা। কিন্তু বাজারে দাম পড়ে গেলে কৃষকের সেই স্বপ্নের সবজিই রূপ নেয় কান্নায়। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নষ্ট হয় বিপুল পরিমাণ সবজি। কৃষক পড়ে যান লোকসানে। গত মৌসুমে যেমন ফুলকপির দাম নেমেছিল প্রতিটি ২ টাকায়।

এই বাস্তবতা বদলাতে কৃষি মন্ত্রণালয় দেশের ৪২টি জেলায় ১০০টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করছে। এর মধ্যে কক্সবাজারেও চারটি হিমাগার চালু হচ্ছে– যা স্থানীয় কৃষকদের মধ্যে আশার সঞ্চার করেছে। কক্সবাজার সদরে দুটি এবং টেকনাফে দুটি হিমাগারের নির্মাণকাজ শুরু হয়েছে, যা চলতি মাসেই পুরোদমে চালু হবে।

মঙ্গলবার কক্সবাজার হর্টিকালচার সেন্টারে ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ চালু উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এতে ক্ষুদ্র কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক, কৃষি কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজের নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দশক আগেও কক্সবাজার ছিল খাদ্য আমদানিনির্ভর এলাকা। কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। পাহাড় ও সমুদ্রে ঘেরা এ জেলায় এক ফসলি জমি পরিণত হয়েছে চার ফসলি জমিতে। লবণাক্ত জমি জয় করে কৃষক ফলাচ্ছেন নানা ফসল– ধান, সবজি, ফল ও ফুল।

জেলা কৃষি কর্মকর্তারা বলছেন, এখন কক্সবাজার শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং প্রতিবছর উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে।

তবে উৎপাদন বাড়লেও কৃষকের আয় বাড়েনি তেমন। কারণ ফসল উৎপাদন বাড়লেই দাম কমে যায়। এমন পরিস্থিতিতে নতুন প্রযুক্তিনির্ভর ‘ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ’ কৃষকদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ডস্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। এই মিনি হিমাগারের দুটি মডেল আছে। একটি টিএসসিআর (ঘরভিত্তিক), অন্যটি টিএসসিসি (কনটেইনারভিত্তিক)। দুটিই সোলার সিস্টেমে চালিত। অর্থাৎ বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব। তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকছে সেন্সর, যা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এতে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাসেরও বেশি সময় পর্যন্ত ফল ও সবজি সংরক্ষণ সম্ভব। একটি ঘরভিত্তিক কোল্ডস্টোরেজে রাখা যায় প্রায় ১০ টন পণ্য, নির্মাণ খরচ প্রায় ৫ লাখ টাকা। কনটেইনার মডেলের হিমাগারের খরচ প্রায় ১৫ লাখ টাকা, যা প্রচলিত কোল্ডস্টোরেজের তুলনায় ৭০ শতাংশ কম।

প্রকল্পের পরিচালক তালহা জুবায়ের মাসরুর বলেন, প্রতি শীতেই আমরা দেখি বাজারে সবজির দাম পড়ে যায়। কারণ সংরক্ষণের ব্যবস্থা নেই। এই মিনি কোল্ডস্টোরেজ সেই ক্ষতি কমাবে। কৃষক ফসল সংরক্ষণ করে ভালো দামে বিক্রি করতে পারবেন, আর ভোক্তারাও পাবেন সাশ্রয়ী দামে তাজা সবজি।

তিনি আরও জানান, প্রয়োজনে কৃষক নিজের বাড়িতেও অল্প খরচে এই হিমাগার তৈরি করতে পারবেন। আমরা তাদের প্রযুক্তিগত সহায়তা দেব। সোলারভিত্তিক ও অ্যাপ নিয়ন্ত্রিত এই মডেল কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, নানা চ্যালেঞ্জ অতিক্রম করে কক্সবাজারের কৃষি এগিয়ে গেছে। লবণাক্ত সহনশীল জাতের ধান, সবজি ও ফল উৎপাদনে অনেক অগ্রগতি হয়েছে। এখন মিনি কোল্ডস্টোরেজ যুক্ত হওয়ায় কৃষকের আয় বাড়বে, ফসলের অপচয় কমবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে সরকারি প্রযুক্তির ধারণা নিয়ে অনেকেই নিজ খরচে মিনি কোল্ডস্টোরেজ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন।

কৃষকরা বলছেন, স্থানীয়ভাবে উৎপাদিত সবজি এখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। যদি সংরক্ষণের আধুনিক ব্যবস্থা আরও সম্প্রসারিত হয়, তবে এই উপকূলীয় জেলার কৃষি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. ফজলুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক আহমেদ, কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন ও কক্সবাজার কৃষক দলের সভাপতি মো. গিয়াস উদ্দিন।

পাঠকের মতামত

টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী’র কারাবন্দি স্ত্রী ফেসবুকে ভাইরাল!

পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরের চেহেরার সাথে মিল থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কক্সবাজারের এক ...

স্ত্রী সন্তান রেখে স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস.এম. রাজু হোসেনকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগে এলাকায় তোলপাড় ...

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...