উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২৩ ৭:৫১ এএম
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ‘হোম ডেলিভারি’ দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারকৃত আবুল কালাম কক্সবাজারের টেকনাফের খৈনকারপাড়া এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আবুল কালামকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটের অর্ডার দেন কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকার বাসিন্দা তামিম।

পরে ইয়াবা ট্যাবলেটগুলো ‘হোম ডেলিভারি’ দিতে টেকনাফ থেকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জে আসেন আবুল কালাম। পরে কালীগঞ্জের ভাদার্ত্তী এলাকায় তামিমের লোকজনের কাছে ইয়াবা ডেলিভারি দিচ্ছিলেন তিনি।
এসময় খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই সময় আরও একজন দৌড়ে পালিয়ে যায়।

এর আগেই তামিমের লোকের কাছে এক হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট হস্তান্তর করেন আবুল কালাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার কালামকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আবুল কালামের নামে টেকনাফ থানায় দুইটি ও চট্টগ্রামের বাঁশখালী থানায় একটিসহ তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি।

পাঠকের মতামত

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...