উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৮:১৯ পিএম , আপডেট: ০৯/১০/২০২২ ৮:৪৮ পিএম

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ে ডাকাত আতংকে স্থানীয়রা নির্ঘুম রাত কাটাচ্ছে অনেক দিন ধরে। আগামি ৪৮ ঘন্টার মধ্যে এই ডাকাত থাকবে না বলে হুশিয়ারী দেন অতিরিক্তি পুলিশ সুপার ও উখিয়া টেকনাফের (সার্কেল ) শাকিল আহমদ।

রবিবার ( ৯ অক্টোবর) টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার হ্নীলা ইউপির পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি একথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদ আরও বলেন,আপনারা পুলিশকে ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদের তথ্য দিয়ে সহযোগিতা করুন,আগামি ৪৮ ঘন্টার মধ্যে দেখবেন ডাকাত থাকবে না ।

ডাকাতদের নাম-ঠিকানা, বাড়ি ,তাদের খাবার কারা সংগ্রহ করে এবং কোন কোন মাধ্যমে ডাকাতরা টাকা আদায় করে থাকে এসব তথ্যগুলো পুলিশকে জানানোর অনুরোধ করেন।

হ্নীলা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি করে পুলিশকে সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধ করা হবে । তবে স্থানীয় কেউ ডাকাদেরকে সহযোগিতা করবেন না। ‘ডাকাত’ সে-যেই হোক, ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী প্রদান করেন তিনি।

হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু বলেন,ডাকাত আতংক থেকে বাঁচতে আমাদের হ্নীলাতে একটি পুলিশ ফাঁড়ি করতে হবে । পুলিশ ফাঁড়ি হলে হ্নীলার মানুষ শান্তিতে থাকতে পারবে । নুরুর একথাকে শত শত মানুষ তাৎক্ষণাত সমর্থন জানিয়েছেন। নুরুর পুলিশ ফাড়ির দাবিটি স্থানীয় জনতার দীর্ঘ দিনের দাবি বলে জানান সমাবেশে উপস্থিত অনেকে ।

এসময় টেকনাফ কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপিত নুরুল হোছাইনসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত

উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

উখিয়ার সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি ...

কক্সবাজারে বাঁকখালী নদীর কাশফুল বাগান রক্ষায় কক্সিয়ান এক্সপ্রেসের আহ্বান

কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের পর প্রকাশ্যে এসেছে মনোমুগ্ধকর কাশফুল বাগান। প্রতিদিন শত শত ...