প্রকাশিত: ২২/১১/২০২০ ৭:৩৫ এএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের রামুতে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত নারীর নাম রোকেয়া বেগম (৩৮)।

শনিবার (২১ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইযাবা উদ্ধার করা হয়।

আটককৃত নারী উখিয়া পশ্চিম পালংখালীর বাসিন্ধা জাফর আলমের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সী-লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে ওই মহিলার ব্যাগ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সবার উপস্থিতিতে ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তার কাছে অন্যজনের একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেলেও সে নিজের কোনো আইডি কার্ড দেখাতে পারেনি। এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...