প্রকাশিত: ১২/০১/২০১৭ ৯:১০ পিএম , আপডেট: ১২/০১/২০১৭ ৯:১৩ পিএম

রফিক মাহমুদ, উখিয়া ::
উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ ডিজিটাল ই-সেবা কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগী কমিশনার সৈয়দা সরওয়ার জাহান। তিনি এসময় ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবা কেন্দ্র তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণকে সরকারের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। যা বর্তমান সরকারের অন্যতম সফলতা বলে উল্লেখ করেছেন। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়ার জাহান আজ ১২ জানুয়ারী সকাল ১১টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবা পরিদর্শন কালে এ কথা বলেন। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক হলে পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের জনগণ সরকারের দেওয়া সুযোগ সুবিধা বিনা বাধায় ভোগ করতে পারবে। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ।

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...