প্রকাশিত: ০৫/১১/২০১৬ ৮:০৩ এএম

nbr-coxs-picনিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের মানুষের রাজস্ব বান্ধব। রাজস্ব আদায়ের জন্য কক্সবাজার একটি মডেলও। কক্সবাজারের রয়েছে পর্যটন, মৎস্য, লবণ ও টেকনাফ স্থল বন্দরসহ রাজস্ব আদায়ের বিভিন্ন সম্ভাবনাময় খাত। কক্সবাজারের এসব সম্ভাবনাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতির পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডও গতিশীল হবে।কক্সবাজারে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী আয়কর মেলার তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যায় মেলা পরিদর্শনে এসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, রাজস্ব হচ্ছে জাতীয় অর্থনীতির অক্সিজেন। রাজস্ব আদায়ে ব্যর্থ হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এতে ব্যাহত হবে উন্নয়ন কর্মকান্ডও। এজন্য রাজস্ব প্রদানে নির্ধারিত ব্যক্তিবর্গকে স্ব-উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। রাজধানী ঢাকাসহ প্রতিটি জেলা শহরে একযোগে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামীতে উপজেলা পর্যায়ে আয়কর মেলা ছড়িয়ে দিয়ে রাজস্ব আদায়ের খাতকে আরো সম্প্রসারিত করার পরিকল্পনা নিয়ে এনবিআর কাজ করছে। গত বুধবার সকাল থেকে কক্সবাজারে শুরু হওয়া এ আয়কর মেলা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ‘জনকল্যাণে রাজস্ব’ ‘সুখি স্বদেশ গড়তে ভাই আয়কর এর বিকল্প নাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজার আয়কর কার্যালয় প্রাঙ্গনে চলছে এ মেলা। সচেতনতা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে মেলা উপলক্ষে আয়োজন করা হয় কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতা। মেলা পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করেন।এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান আয়কর মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর কর কমিশনার আাম্মদ উল্লাহ ও অতিরিক্ত কর কমিশনার মো. মফিজ উল্লাহ।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...