
চায়নার বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের জিনিসগুলোর মধ্যে গ্রী এসি একটি জনপ্রিয় নাম। কেননা এই এসিটি খুব অল্প দিনের মধ্যেই জায়গা করে নিয়েছে লাখো গ্রাহকের মনে। ইতোমধ্যে বর্তমানে বিশ্বের বৃহত্তম এয়ার কন্ডিশনার ম্যানুফেকচারার এবং চীনের বৃহত্তম হোম এপ্লিয়েন্স কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। গ্রী এসির জনপ্রিয়তা সর্বজন স্বীকৃত কেননা, এটি এখন সবচাইতে সাশ্রয়ী দামের মধ্যে ভালো সার্ভিস প্রদান করে আসছে। এছাড়াও বিক্রির পরবর্তী সময়েও প্রয়োজনীয় সার্ভিস প্রদান করছে।
যে সকল কারণে গ্রী এসির জনপ্রিয়তা বেশি?
গ্রী এসি বর্তমানে বাংলাদেশের বাজারে অনেক বেশি জনপ্রিয়। এর আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে বেশ কয়েকটি কারণ লক্ষ্য করা যায় যা নিচে উল্লেখ্য করা হলো:
১. বিদ্যুৎ বিল সাশ্রয়ী
গ্রী এসি বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত সব প্রযুক্তির ব্যবহার করে থাকে যা সাধারণত বিদ্যুৎ বিল সাশ্রয় করতে সহায়তা প্রদান করে। এছাড়াও, আমাদের বাংলাদেশে সকল মডেলের গ্রী এসি এর মধ্যে ৫-স্টার অনেক ক্ষেত্রে ৪-স্টার পযর্ন্ত এনার্জি রেটিং দেওয়া থাকে। স্টার রেটিং এর উপরে গ্রী এসির দাম কিছুটা কম বা বেশি হতে পারে। তবে এসির স্টার রেটিং যত বেশি হবে এর বিদ্যুৎ খরচ তত কম হবে।
২. দীর্ঘস্থায়ী কর্মক্ষমতাসম্পন্ন
এ ধরনের এসি বলতে গেলে অন্যান্য সকল এসি থেকে বেশ উপকারী এবং আর্কষণীয়। এটির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এতে ব্যবহৃত হওয়া যন্ত্রাংশসমূহ। এই ধরনের এসিগুলো অনেক বেশি দীর্ঘস্থায়ী কর্মক্ষমতাসম্পন্ন হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের বাজারে এ ধরনের এসির দীর্ঘস্থায়িত্বেরও বিশেষ খ্যাতি রয়েছে।
৩. সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা
গ্রী এসির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সহজ ইন্সটলেশন, এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি এর সাথে যুক্ত থাকা উন্নত সব ফিচারসমূহ। এছাড়াও একদম আনাড়িদের জন্যে গ্রী এসি চালনা করা খুবই সহজ এবং এতে আলাদা করে কোন ধরনের সমস্যায় পড়তে হয় না।
৪. গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম
বর্তমানে আমাদের দেশের বাজারে প্রতিযোগিতামূলক বিভিন্ন দামে বিভিন্ন মডেলের গ্রী এসি কিনতে পাওয়া যায়। তাই চাহিদা ও বাজেট অনুযায়ী আপনার ঠিক যে ধরনের এবং মডেলের গ্রী এসি প্রয়োজন সেদিকে নজর দেওয়ার চেষ্টা করুন। এছাড়াও, গ্রী এর এসিগুলো বিভিন্ন মডেল অফার করে যা বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম। যারা সাধারণত কম বাজেটের মধ্যে ভালো মানের একটি এসি ক্রয় করতে চান তাদের জন্যে এটি একটি বেস্ট অপশন বলা চলে। একদম সাশ্রয়ী দামে একজন গ্রাহকের ঠিক যেই ধরনের এবং মডেলের গ্রী এসি প্রয়োজন একমাত্র তারাই এটিকে ক্রয় করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
৫. বাজেট এবং চাহিদা অনুযায়ী সাশ্রয়ী
গ্রী এসিগুলো বাজেট এবং চাহিদা অনুযায়ী অনেক বেশি সাশ্রয়ী হয়ে থাকেন। বর্তমানে আমাদের দেশের বাজারে প্রতিযোগিতার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মডেলের গ্রী এসি কিনতে পাওয়া যায়। এর একটি বিশেষ কারণ হচ্ছে এই মডেলটি আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি দেখে তারপর ক্রয় করা। গ্রী এসিগুলো সাধারণ কমমূল্য থেকে সুউচ্চমূল্য সমস্ত ধরনের মূল্যের মধ্যেই পাওয়া যায়। এর ফলে আপনি আপনার সুবিধামতো এই ধরনের এয়ার কন্ডিশনার গুলোকে ক্রয় করতে পারবেন।
৬. সুউচ্চমানের ফিচার এবং উন্নত টেকনোলজি
এই এসিটিকে ক্রয়ের আরও একটি বিশেষ এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে আপনি পাবেন সুউচ্চমানের ফিচার এবং উন্নত ধরনের টেকনোলজি। অর্থাৎ একজন গ্রাহকের বাজেট যতো বেশি হবে, এর চাহিদাও অন্যান্য সকল ধরনের এসির মানের থেকেও উন্নততর হবে। কিছু কিছু মডেলের মধ্যে সহজ ইনস্টলেশন এবং অটোমেটিক অন-অফ করার ফিচারও যুক্ত করা থাকে যা নিসন্দেহে একটি বেস্ট ধরনের ফিচার বলা চলে।
৭. আফটার সেল সার্ভিস
গ্রী এসি ব্যবহারের আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে এর আফটার সেল সার্ভিসিং এর ফিচার। অর্থাৎ, একটি পণ্য ক্রয় হয়ে যাবার পরে গ্রী এসিগুলো থেকে আপনি আফটার সেল সার্ভিসিং এর সুবিধা পেয়ে যাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেবাসমূহ হচ্ছে ফ্রি ইন্সটলেশনের সুবিধা, কোন ধরনের যন্ত্রাংশ রিপ্লেসমেন্টের সমস্যা থাকলে সেটিকে খুটিয়ে দেখা ইত্যাদি। এছাড়াও এসির অভ্যন্তরীণ কোন যন্ত্রপাতি নষ্ট হলেও তা সারানোর জন্যে একজন গ্রাহক এসিটিকে নিকটস্থ কোন গ্রী অথোরাইজড ডিলার থেকে সহজেই সমাধান পেয়ে থাকেন।
৮. দ্রুত ঘর ঠাণ্ডা করতে সক্ষম ও শব্দ কম করে
গ্রী এর এসিগুলো খুব দ্রুত ঘরকে ঠাণ্ডা করতে সক্ষম। এটি সাধারণ এর তুলনায় অনেকটা দ্রুতগতিতে কাজ করে থাকেন। এছাড়াও গ্রী এর এসিগুলো খুব কম শব্দ উৎপাদন করতে সক্ষম যা এই এসিটির একটি প্লাস পয়েন্ট বলা চলে এবং এ কারণেই এটি সকল গ্রাহকের কাছে অত্যধিক জনপ্রিয়।
গ্রী এসি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি ইনভার্টার এবং অন্যটি নন ইনভার্টার। গ্রী ইনভার্টারটি ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজের গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যদিকে এটি অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, দ্রুত ঠাণ্ডা করতে সক্ষম এবং আরামদায়ক পরিবেশের সেবা নিশ্চিতও করে থাকেন। এছাড়াও এই এসিগুলো সহজে নষ্ট হয় না এবং কোন ধরনের ঝামেলা ছাড়াই একজন গ্রাহকের পক্ষে এটিকে বছরের পর বছর অনায়াসেই ব্যবহার করা সম্ভব।
পাঠকের মতামত