প্রকাশিত: ১২/০২/২০২০ ১০:৩৩ এএম

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী সেই ট্রলারডুবির সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন এক যাত্রী। এরপর কোস্টগার্ড বাহিনী উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ১৫ যাত্রীর লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

উদ্ধার হওয়া যাত্রী ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে পাথরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা অনুসন্ধান চালিয়ে ৭২ জনকে জীবিত এবং ১৫ জনের লাশ উদ্ধার করেন। ওই ট্রলারে ১৩৮ যাত্রী ছিলেন।

কোস্টগার্ডের তৎপরতায় জীবিত উদ্ধার ৭২ যাত্রীর মধ্যে একজন হলেন মো. আব্দুল্লাহ (২৮)। তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন। আব্দুল্লাহ বলেন, সোমবার রাতে মালয়েশিয়াগামী অধিকাংশ যাত্রীকে টেকনাফ উপজেলার নোয়াখালীয়াপাড়া এলাকা থেকে ছোট ছোট নৌকায় করে দালালেরা বড় একটি ট্রলারে তোলেন। ওই সময় আরও দু-একটি পয়েন্ট দিয়ে যাত্রী তোলা হয়। ভোরে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম দিকে ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ট্রলারটি পানির নিচের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে তলা ফেটে যায়। এতে ট্রলারে পানি উঠতে থাকে। ওই সময় ট্রলারে থাকা নারী, শিশু ও পুরুষেরা ভয়ে কাঁদতে থাকেন। এমন পরিস্থিতিতে উদ্ধারের সহযোগিতা চেয়ে দালালের এক আত্মীয় কাছে তিনি (আব্দুল্লাহ) ফোন করেন। ওই আত্মীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার জন্য পরামর্শ দেন। এরপর ৯৯৯ ফোন করে যাত্রীদের বাঁচানোর জন্য আকুতি জানান তিনি। এ সময় জরুরি কল সেন্টার থেকে টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সোহেল রানার নম্বর দেওয়া হয়। পরে ওই নম্বরে কল দিয়ে বাঁচার আকুতি জানানো হয়েছিল।

এ বিষয়ে উদ্ধারকারী কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা বলেন, মালয়েশিয়াগামী এক যাত্রী ফোনে কান্নাকাটি করে বাঁচার জন্য আকুতি জানান। তাঁরা অবৈধভাবে মালয়েশিয়াতে যাচ্ছিলেন। খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার করে।

পাঠকের মতামত

মানবতার আলো জ্বলে উঠল কক্সবাজারে- তারুণ্যের অভিযাত্রিক পরিবার

ওমর ফারুক (সংবাদদাতা) কক্সবাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ...

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...