প্রকাশিত: ৩১/০৩/২০২০ ১০:৩৩ এএম

টাঙ্গাইলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুয়া পুলিশকে আটক করেছে করেছে আসল পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জেলে পাঠিয়েছে।
দণ্ডপ্রাপ্ত মুবিন খান টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া বটতলার আশরাফুজ্জামান বাবুলের ছেলে।

সোমবার বিকেলে ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান তাকে দেড় মাসের কারাদণ্ড দেন।

সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে পুলিশ পরিচয়ে অটোচালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন মুবিন খান। স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে নতুন বাসটার্মিনালে এলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...