প্রকাশিত: ০৪/০৩/২০২০ ৫:২৩ পিএম

শাহেদ ফেরদৌস হিরু,কক্সবাজার::
কক্সবাজার সদরের সী সাইড হসপিটালকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সী সাইড হসপিটালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

বুধবার (০৪ মার্চ) দুপুরে হাসপাতাল রোড ও প্রধান সড়ক লালদিঘী ও এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

কয়েকদিন আগে রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ পেয়ে সংবাদ প্রকাশ করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম। ওমর আল ফারুক নামের এক ব্যাক্তির কাছ থেকে ৩৩৬০ টাকার নির্দিষ্ট বিলের পরিবর্তে অতিরিক্ত ৯ হাজার বিল আদায়ের সেই সংবাদের প্রকাশের জের ও অভিযোগের ভিত্তিতে সী সাইড হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একইদিনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কামাল মেডিকোকে ১ হাজার , ওষুধ নির্দিষ্ট বক্সে না রাখায় প্রেসক্রিপশন ফার্মেসী ১ হাজার , ন্যাশনাল ফার্মেসী ৫ শত টাকা, অসাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ পরিবেশন ও টেবিলে খাবারের মূল্য তালিকা না রাখার দায়ে বিরাম হোটেলকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল এন্ড ভাতঘরকে ১০ হাজার টাকা, নউ রাজধানী হোটেলকে ১০ হাজার টাকা মোট ৮২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মুহাম্মদ ইমরান হোসাইন জানান, আমি আসার পর থেকে একের পর এক বেসরকারী হাসপাতাল ও রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে জমা হচ্ছে অভিযোগ। আজকে অভিযোগের ভিত্তিতে চিকিৎসার বিলের বাইরে অতিরিক্ত বিল বানানোর কারনে সী হসপিটাল, কয়েকটি ফার্মেসী ও রেস্টুরেন্টকে জরিমানা আদায় করি। আমার সহকারী বা জনবল কম থাকার কারনে অভিযান পরিচালনা করতে কষ্ট হচ্ছে। তেদবে এসব গলাকাটা বাণিজ্যের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত রাখব।

পাঠকের মতামত

উখিয়া থানা থেকে যেভাবে মুক্তি মেলে আন্দোলনকারী শিক্ষকদের

কক্সবাজারের উখিয়ায় এনজিও চাকরিচ্যুত হোস্ট শিক্ষকদের পুনর্বহালের দাবিতে আন্দোলন ঘিরে দিনভর উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয়তার ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন , গ্রেপ্তার-২৮, পরে মুক্তি

জুলাই বিপ্লবী জিনিয়াকে ছাত্রলীগ ট্যাগে আটক করে ছিলো উখিয়ার পুলিশ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত ...

উখিয়া থানা পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষকদের কি ঘটেছিল

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের কারণে বুধবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ...