প্রকাশিত: ১৯/১০/২০১৯ ১০:১৫ এএম

কবর থেকে আওয়াজ আসছে- ‘আমাকে বের করো। এখানে ভীষণ অন্ধকার। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি শে ব্রাডলি। কফিনের মধ্যে আছি।’ মাটির ভেতর থেকে এমন আর্তচিৎকার শুনে কেউ চমকে গেছেন, আবার কেউ তো রীতিমতো ভয়েই কাঁপতে শুরু করেছেন। এরপর এর পেছনের কারণ শুনে বিস্মিত হয়েছেন সবাই।

গত ১২ অক্টোবর এমন ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডের কিলকেনি প্রদেশে। দেশটির প্রতিরক্ষাবাহিনীর সাবেক সদস্য শে ব্রাডলি (৬২) ওইদিন মারা যান। এর পর তাকে কফিনবন্দি করে কবর দেওয়া হয়। আর তার কবর থেকে এমন আওয়াজ বের হতে থাকে।

ব্রাডলি মৃত্যুর আগে তার শেষ কথা রেকর্ড করে রেখে গিয়েছিলেন। তার শেষ ইচ্ছা ছিল কফিনের মধ্যে টেপরেকর্ডারটি যেন রেখে দেওয়া হয়। আর সেখান থেকেই আসছিল ব্রাডলির শেষ কথা- ‘হ্যালো…?হ্যালো… সবাইকে বিদায় জানাচ্ছি।’? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ওই ঘটনার ভিডিও।

ব্রাডলির মেয়ে আন্দ্রেয়া বলেন, ‘বাবার শেষ ইচ্ছার কথা আমার ভাই, নাতি-নাতনিরা ছাড়া আমি জানতাম। তাই অনেকে চমকে গিয়েছিলেন কফিনের ভেতর থেকে বাবার গলার আওয়াজ শুনে। তার মধ্যে আমার এক বোনও ছিল।’?

পাঠকের মতামত

তোয়ান মারত নাইং/মাত্র ৩০ বছর বয়সে যিনি আরাকান আর্মির নেতৃত্ব নেন

পাহাড় আর সমুদ্রবেষ্টিত রাখাইন বহুদিন ধরেই অঘোষিত যুদ্ধক্ষেত্র। মিয়ানমারের এ রাজ্যটির রাজধানী সিত্তের দরিদ্র পরিবারে ...

রোহিঙ্গাদের অর্থায়নে কাটছাঁট করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের পর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অর্থায়ন ...