২৬ জুলাই থেকে গত কয়েক দিনে সাংবাদিক তারেক চৌধুরী নামের ফেইসবুক আইডিসহ গুটিকয়েক ফেসবুক ও অনলাইন পত্রিকায় “ বালুখালীতে মাদকের ঘাটি বানিয়েছে ওরা ৩ জন, শালা দুলা ভাই মারহাবা সিন্ডিকেট” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমাদেরকে দেশ তথা দেশের যুবসমাজ ধ্বংসকারী ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এটি একটি কল্পকাহিনী মাত্র। বাস্তবতার সাথে যার বিন্ধু মাত্র মিল নেই।
আসল কথা হচ্ছে, আমরা দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের সাথে ডাল, চাল ও তেলের ব্যবসা বানিজ্য করে পরিবার পরিজন নিয়ে কোন রকম সংসার জীবন ধারন করে আসছি। এথচ সংবাদে আমাদের ইয়াবা ব্যবসায়ী বানানো হয়েছে। এমতাবস্থায় এলাকার একটি মহল আমাদেরকে ব্যবসায়ীক ভাবে ক্ষতিসাধন করতে না পেরে ছেলে ধরা গুজবের মত আজগবী নামে বেনামে বিভিন্ন ফেসবুকে যোগাযোগের মাধ্যমে আমাদেরকে রাতারাতি ইয়াবা গডফাদার বানিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। তাই আমরা উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এহেন বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী,
মোঃ ছৈয়দ নুর
আলমগীর
সর্ব পিতা মৃত নুর আহম্মদ
মাহমুদুল হক
সর্বসাং- বালুখালী, উখিয়া কক্সবাজার।
পাঠকের মতামত