প্রকাশিত: ২৪/০৭/২০১৬ ৩:২০ পিএম

2016_07_24_13_29_15_7YE1Kc5Vevi8Ycs0qgAnpbOsCUlwOl_originalডেস্ক রিপোর্ট :

জেলার টেকনাফে ইয়াবাসহ ৪ জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামি যাত্রীবাহী একটি মিনিবাস তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সলিম আহমেদ হাফিজ (২৮), ফরিদপুর জেলা সদরের ওবায়দুর রহমানের স্ত্রী সুমি আকতার (২০), ঢাকার শ্যামপুর এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী আলো আকতার (৪৫) ও তার কন্যা তিনা আকতার (১৬)।

বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, আটকরা একটি বাসের যাত্রী ছিল। সন্দেহ হলে ৪ জনের শরীর তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯২৪ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

তহবিল কমে যাওয়ায় নতুন সংকটের মুখে রোহিঙ্গা শরণার্থীরা: জাতিসংঘ

তহবিল কমে যাওয়ায় বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এখন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে গত মঙ্গলবার ...

পরিবার নিয়ে বান্দরবান যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো এসবি কর্মকর্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের কালভার্টে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের ...

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ নানা দাবি

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ...