সীমান্ত পেরিয়ে নতুন করে রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে
মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সহিংসতায় আবারও বাংলাদেশমুখী হচ্ছে রোহিঙ্গারা। সম্প্রতি ...
মসজিদে ফজরের সুন্নত নামাজরত অবস্থায় কাইমুদ্দিন (১০০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামে ফজরের নামাজপড়া অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, প্রতিদিনের মতো কাইমুদ্দিন শুক্রবার ভোরে নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে জামায়াতে ফজরের নামাজ পড়তে যান। ওজু সেরে সুন্নত নামাজ পড়ার সময় তিনি পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন।
এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান।
মসজিদের মুসল্লি আজহার আলী জানান, নামাজের মাঝে তিনি অসুস্থ বোধ করলে তাকে আমরা জায়নাজের মাঝেই শোয়ায়ে দেই; সেখানেই তিনি মারা যান। তিনি রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত