প্রকাশিত: ০৮/০২/২০১৭ ৬:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো বলে দাবি করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘শত চেষ্টা করেও কয়েকটি দলকে যখন নির্বাচনে আনা যায়নি, তখন নির্বাচনে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে আমরা নির্বাচন করেছি।’ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার নিজেদের সফল দাবি করে বলেন, ‘আমাদের কোনও ব্যর্থতা নাই।’

কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, ‘দায়িত্ব নিয়েই আমরা বলেছিলাম, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবো।দায়িত্ব নেওয়ার পর ৬টি সিটি করপোরেশনে নির্বাচন করার মাধ্যমে আমাদের সেই (নিরপেক্ষতার ) অধিকার পূরণ করেছি।’ তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালনের সময় অনেক রাজনৈতিক নেতা আমাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের ভূমিকার প্রশংসা করেছেন। ওই সময় তারা এও বলেছেন,আমরা রাজনৈতিক কারণে বাইরে আপনাদের সমালোচনা করি। আপনারা এতে কিছু মনে করবেন না।’

বিদায়ী এই সিইসি বলেন, ‘দায়িত্ব পালনের সময় আমাদের অনেক চ্যালেঞ্জের  মুখোমুখি হতে হয়েছে। সফলতার সঙ্গে আমারা সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।’

দায়িত্ব পালনের সময় সরকারি দলের চাপের বিষয়ে কাজী রকিবউদ্দিন আহমদ  বলেন, ‘আমাদের ওপর কোনও চাপ ছিল না । আমরা কখনও কারও ফোন কল পাইনি। এছাড়া ব্যক্তিগতভাবে আমার কাছে কখনও কেউ ফোন করেননি।’

প্রসঙ্গত, কাজী রকিবউদ্দিন কমিশনের মেয়াদ আজ  বুধবার (৮ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তবে কমিশনার মো. শাহ নেওয়াজ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে থাকায় তিনি এ সময় কমিশনের দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন শপথ নেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইতোমধ্যে সার্চ কমিটির সুপারিশে কেএম নুরুল হুদার নেতৃক্তে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...