প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ২:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৮ পিএম

করাচি: তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান পাকিস্তানে ৪ হাজার রোহিঙ্গা শিশুর শিক্ষাব্যবস্থা করেছেন যারা রাখাইন রাজ্যে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় মায়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য হতে বৌদ্ধ রাখাইন ও মায়ানমার সেনাবাহিনী কর্তৃক বিতারিত হয়েছে।

বিতারিত রোহিঙ্গা মুসলিমরা বিভিন্ন দেশে আশ্রয় নেয়। সহায় সম্বলহীন এসব রোহিঙ্গা মুসলিমদের সাহায্যে সর্বপ্রথম এগিয়ে আসে তুরস্ক।

তুরস্কের ডায়ানকেট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ৪ হাজার রোহিঙ্গা শিশু স্কুলে পড়ছে বলে প্রকল্পটির সমন্বয়ক বলেছেন।

প্রকল্পটি করাচি শহরের উপকূলীয় কোরংজি ও মালির জেলায় চলছে, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী মাছ ধরার শিল্পে সস্তা শ্রম হিসেবে জীবিকা নির্বাহ করে।

আনাদোলু এজেন্সি অবলম্বনে

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...