প্রকাশিত: ২৬/১২/২০১৮ ১২:৩০ পিএম

ডেস্ক রিপোর্ট::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে ও পরে একদিন- মোট তিনদিন সারাদেশে মোবাইল ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

বৈঠক সূত্রে জানা যায়, সেই তিনদিন ফোরজি ও থ্রিজির গতি নামিয়ে টুজিতে রাখার জন্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে ইসি।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক পুরোপুরি বন্ধ রাখার বিষয়েও সংস্থাটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যখন প্রয়োজন হবে তখন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করবে ইসি।

বৈঠকে বিটিআরসি-র পক্ষ থেকে চারটি প্রস্তাবের কথা তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে ছিলো দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রাখা।

অনলাইনে কেউ কোনো ধরনের বেআইনি কাজ করলে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিটিআরসি একটি টিম গঠন করেছে। এই টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানান সংস্থাটির কর্মকর্তারা।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...