প্রকাশিত: ১১/০৭/২০১৮ ৭:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৪ এএম

গরীর সরকারি হাসপাতালগুলোতে কর্মরত ২৮ জন চিকিৎসককে বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে বদলিকৃত এসব চিকিৎসকের সংখ্যা হচ্ছে ৬০ জন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মজিবুল হক আজাদীকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে একসাথে ১৮৩ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালগুলোতে বদলির একটি নোটিশ জারি করেছেন। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে ৬০ জন চিকিৎসক রয়েছেন, যাদের মধ্যে ২৮ জন চিকিৎসক শহর থেকে বিভিন্ন উপাজেলাগুলোতে বদলি হচ্ছেন। এ সংক্রান্ত একটি নোটিশ বিভাগীয় দপ্তরে পৌছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এএম মজিবুল হক। নোটিশে আগামী রোববারের (১৫ জুলাই) মধ্যে আগের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে যারা বদলি হচ্ছেন তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা.কিশোয়ার নাসরিনকে কঙবাজার জেলার মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন উপ–স্বাস্থ্য কেন্দ্রে, চমেক হাসপাতালের সহকারী সার্জন ডা.অপর্না দাশকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে, চমেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রখি বণিককে সাতকানিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে, চট্টগ্রামের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. শর্মিলা বড়ুয়াকে কঙবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেঙে, সহকারী সার্জন ডা. মো. আনোয়ার হোসেনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে, চমেক হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. আনোয়ার সাঈদকে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্রে, চমেকের সহকারী সার্জন ডা. পলাশ নাগকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, চমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. প্রসেনজিৎ ঘোষকে চন্দনাইশের বরকল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, সহকারী সার্জন ডা. মুমতাহিনা মাহমুদাকে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে, মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ তাহেরুল ইসলামকে মীরসরাই কমর আলী ইউনিয়ন স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্রে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. শুভ দাশকে বাঁশখালীর সরল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, চমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. লাইলী ইয়াসমিন আক্তারকে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে, ফৌজদারহাট আইএইচটির সহকারী সার্জন ডা. শামীমা আক্তারকে মীরসরাই সাহেরখারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, চমেক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবিরুল ইসলামকে বড়হাতিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. পলাশ কান্তি করকে লোহাগাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে, রৌফাবাদ আরবান ডিসপেন্সারির সহকারী সার্জন ডা. রিফাতকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, চমেক হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. তাহিরা বেনজীরকে লোহাগাড়া চরম্বা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেঙে ও চমেকের মেডিকেল অফিসার শারাবান তাহুরাকে ফেনীর শর্শদী উপ–স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...