প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৭:১৬ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় ভারি বৃষ্টিতে পাহাড় ধ্বসে আমান উল্লাহ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার মুফিজ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ মেম্বার জানান, সোমরার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় পাহাড় ঘেষে গড়ে তোলা ওয়াশ রুমে গোসল করে করতে গেলে হঠাৎ বিকট শব্দে পাহাড় ভেঙ্গে আমান উল্লাহসহ বাড়ির উপর পড়ে। স্থানীয়রা এসে মাটির নিচ থেকে আমান উল্লাহকে মৃত উদ্ধার করেন। এছাড়া বাড়িটি ভেঙ্গে যায়।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী পাহাড় ধ্বসের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতঘর গড়ে তোলায় এ ধরণের ঘটনা ঘটছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...