
স্যাম্পল জট থেকে মুক্ত হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব। ফলে এখন থেকে ৭২ ঘন্টায় পাওয়া যাবে করোনা পরীক্ষার রিপোর্ট।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি আরো জানান, ল্যাবের চিকিৎসক, টেকনিশিয়ান, সহকারী সকলে সম্মিলিতভাবে প্রাণান্ত চেষ্টায় জট হয়ে পড়া সকল স্যাম্পল ২১ জুন রোববারেই টেস্ট সম্পন্ন করে ফেলেছেন। সোমবার থেকে ল্যাবে জমা হওয়া স্যাম্পল পরবর্তী ৭২ ঘন্টায় টেস্ট রিপোর্ট দেওয়া হবে।
ডা. অনুপম বড়ুয়া আরো জানান, কক্সবাজারে করোনা সংক্রমণের আধিক্যের কথা মাথায় রেখে পিসিআর ল্যাবের প্রতিটি দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ আন্তরিকতার সাথে প্রচুর সময় দিয়ে নিরলসভাবে কাজ করছে। যে কারণে ভয়াবহ স্যাম্পল জট এখন স্বাভাবিক হয়ে গেছে। চাহিদা মতো কিট ও অন্যান্য ল্যাব সামগ্রী সরবরাহ, ল্যাব টেকনিক্যাল ত্রুটি (contamination) স্বাভাবিক থাকলে এবং পিসিআর মেশিনে কোন কারিগরি সমস্যা না হলে স্যাম্পল টেস্ট প্রক্রিয়া এখন থেকে স্বাভাবিক থাকবে।
তিনি আরো বলেন, করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনের কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের অনেকেই করোনা ‘পজেটিভ’ হয়ে এখন আইসোলেশনে আছেন।
পাঠকের মতামত