প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ২:২০ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারে কর্মরত জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তা সোলিমান মুলাটা নিহতের ঘটনায় আটক তার গার্লফ্রেন্ড জাতিসংঘের কর্মকর্তা জাফরিন আফসারি ও তার স্বামী রুবায়েত চৌধুরী রবিনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ইথুওপিয়ান নাগরিক সোলিমান মুলাটার মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্দেহভাজন হিসেবে এই দম্পতিকে পুলিশ আটক করেছিল।

পরে জিজ্ঞাসাবাদে জাফরিন আফসারি স্বীকার করেছেন, সোলিমানের সঙ্গে তার পরকীয়া ছিল।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার পরিবর্তন ডটকমকে জানান, সোলিমান নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক জাফরিন আফসারি ও তার স্বামী রুবায়েত চৌধুরী রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চার দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে ইথুওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার লাশ উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে এ ঘটনায় জড়িত সন্দেহে সোলিমান মুলাটার গার্লফ্রেন্ড জাফরিন আফসারি এবং তার স্বামী রুবায়েত চৌধুরী রবিনকে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল থেকে আটক করে পুলিশ।

জাফরিন আফসারি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পর্যবেক্ষণ কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত। আর তার স্বামী রবিন ঢাকায় একটি এনজিওতে কর্মরত। সুত্র: পরিবর্তন

পাঠকের মতামত

মানবতার আলো জ্বলে উঠল কক্সবাজারে- তারুণ্যের অভিযাত্রিক পরিবার

ওমর ফারুক (সংবাদদাতা) কক্সবাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ...

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...