প্রকাশিত: ০৮/০৩/২০২০ ৯:৫১ পিএম

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ কনেসহ তিনজনকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১টার দিকে ঘটনাস্থলের অদুরে জেলের জালে আটকা পড়ে নিখোঁজ রুবাইয়া খাতুন স্বর্ণার (১২) লাশ উদ্ধার করেছে দমকল কর্মীরা এ নিয়ে নিহত বেড়ে দাড়িয়েছে সাতজনে। উদ্ধার স্বর্ণার বাবার নাম রবিউল ইসলাম রবি। তাদের বাড়ি পবায় উপজেলার আলীগঞ্জ মোল্লাপাড়া। স্বর্ণা কনে সুইটি খাতুন পুর্ণির ফুপাতো বোন। স্বর্ণা অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন।

দমকল বাহিনীর রাজশাহীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, এখনো কনে সুইটি খাতুন পুর্ণি (২০) ও তার খালা আঁখি খাতুন (২৫) নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে হাফ কিলো দুরে পদ্মায় মাছ ধরা জেলের জালে স্বর্ণার লাশ আটকা পড়ে। পরে জেলেরা উদ্ধার র্কর্মীদের জানায়। দুপুর ১টার দিকে তারা স্বর্ণার লাশ উদ্ধার করে পদ্মার পাড়ে নিয়ে যায়।

Loading…
আব্দুর রউফ বলেন, সকাল ১০টার দিকে অভিযান শুরু হয়। বেলা ১১টার দিকে তারা ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটি উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশের রাজশাহী থানার ওসি মেহেদী মাসুদ জানান, শনিবার ছয়জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে তাদের দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

উল্লেখ্য,গত শুক্রবার সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে রাজশাহী নগরীর শ্রীরামপুরের বিপরিতে চরখিদিরপুর মধ্যপদ্মায় ৩৬ যাত্রী নিয়ে দুই নৌকা ডুবে যায়। পরে দমকল, বিজিবি, নৌপুলিশ ও বিআইডব্লিউটি’র ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন, কনের বড় বোন শাহীনুর বেগমের স্বামী রতন আলী (৩০), তাঁদের মেয়ে মরিয়ম খাতুন (৫), চাচা শামীম হোসেন (৩৫), চাচি মিনা খাতুন (৩০), চাচাতো বোন রশ্নি (৭) ও খালাতো ভাই এখলাস আলী (২২) ও রুবাইয়া খাতুন স্বর্ণার (১২)।

পাঠকের মতামত

উখিয়া থানা পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষকদের কি ঘটেছিল

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের কারণে বুধবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আটক ২০, আহত ৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে করা আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। ...

উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনকে ঘিরে আজও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে আন্দোলনে যোগ ...

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ...