প্রকাশিত: ১৫/০৫/২০১৬ ১১:১৫ পিএম
Picture1~2বান্দরবান প্রতিনিধি::

বৌদ্ধ ভিক্ষু মংসই উ হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বান্দরবান রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহাথের উচহ্লা ভান্তে বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে।’

বান্দরবানের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রবিবার বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে বৌদ্ধ ভিক্ষু পরিষদ এবং বৌদ্ধ ভিক্ষু ইয়ং এসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে স্বরাষ্টমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন দু’টির সদস্যরা।

উল্লেখ্য, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সমাবেশে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বৌদ্ধ ভিক্ষু হত্যায় তার স্বজনরাই জড়িত থাকতে পারে।’

স্বরাষ্টমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মহাথের উচহ্লা ভান্তে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বললেন ভিক্ষু হত্যায় স্বজনরা জড়িত? তীব্র জ্ঞানসম্পন্ন ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলবেন কেন, তিনি কোনো ছোট লোক নাকি? তিনি দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিটি কথা সারাবিশ্ব শুনে। তাই আমরা চাই মুখ ফসকে যেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা না বলেন। আমরা চাই তার প্রতিটি প্রদক্ষেপ হবে লোহার মতো শক্ত।’

ভিক্ষু হত্যার সুষ্ঠু তদন্তের দাবি করে মহাথের উচহ্লা ভান্তে বলেন, ‘আমরা চাই, প্রতিটি আইনী ব্যবস্থায় বিশ্ববাসী যেন বুঝতে পারে বাংলাদেশে বৌদ্ধ ধর্মালম্বীরা শান্তিতে আছে।’

সরকার ইচ্ছা করলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে বলে বিশ্বাস করেন রাজগুরু কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের এই অধ্যক্ষ।

উচহ্লা ভান্তে সবশেষে বলেন বলেন, ‘সারা বাংলাদেশে নরহত্যা হচ্ছে। খ্রিষ্টান ফাদারকে হত্যা করছে, হিন্দু পুরোহিতকে মারছে, নিরীহ সাংবাদিকদের হত্যা করছে। এখন বৌদ্ধ জ্ঞানী ভিক্ষুকে হত্যা করা হলো। এগুলো কারা মারছে, আমরা জানি না। তাই আমরা নিরাপত্তা চাই, শান্তি চাই।’

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতা মংমং চাক এবং ভিক্ষুর আত্মীয় থোয়াইগ্যা চাক।

পাঠকের মতামত

মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...