উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৮/২০২২ ৯:৩৯ এএম

স্বজনদের কাছে ফিরে গেছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে উদ্ধার করা ৬৫ জেলে। এরা বৈরি আবহাওয়ায়
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন।

রোববার (২১ আগস্ট) বিকালে উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনের হাতে তুলে দেওয়া হয়। এর আগের দিন সন্ধ্যায় বনবিভাগের সদস্যরা এসব জেলেকে গহীন সুন্দরবনের মাহমুদা নদী ও হলদেবুনিয়া রায়মঙ্গল নদী থেকে মাছ ধরা ট্রলারসহ উদ্ধার করেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে রোববার সন্ধ্যায় প্রেস ব্রিফিং এ জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৫টি ট্রলারে প্রায় ৯০ জন জেলে গত শুক্রবার (১৯ আগস্ট) দুর্যোগের মধ্যে পড়ে যায়। এ সময় তিনটি ট্রলারে থাকা ৬৫ জেলে কোন রকমে জীবন বাঁচিয়ে লোকালয়ে ওঠেন। বাকী দুটি ট্রলার সাগরের মধ্যে বড় বড় ঢেউ, প্রবল স্রোত ও ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে ডুবে যায়। ওই দুটি ট্রলারে থাকা প্রায় ২০-২৫ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে বলে তারা জানায়।

তিনি আরো জানান, বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-২ এর টিম লিডার স্বাদ আলী জামির নেতৃত্বে বনবিভাগের সদস্যরা শনিবার সন্ধ্যায় মালঞ্চ নদী হয়ে মাহমুদা নদী যাওয়ার সময় তাদের দেখে দুটি ট্রলারে থাকা ৪১ জেলে কান্নাকাটি করতে থাকেন। এ সময় তারা কাছে যান ও তাদের উদ্ধার করেন। তাদের খাবার ও পানির ব্যবস্থা করেন। তবে তারা এখানে কিভাবে এলেন তা তারা বলতে পারেননি।

অপরদিকে, বনবিভাগের হলদেবুনিয়া স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা একই দিনে রায়মঙ্গল নদী থেকে ভাসমান দুটি ট্রলারে থাকা আরো ২৪ জেলেকে উদ্ধার করে তাদের কাছে নিয়ে যান।

তিনি জানান, উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে বরগুনা পাঘরঘাটার ৩৮ জন, পিরোজপুর মঠবাড়িয়া ও ভাঙ্গামারি ১২ জন, ভোলার আইচা এলাকার ১৫ জন রয়েছেন

পাঠকের মতামত

মা ও মেয়ের একসঙ্গে এসএসসি পাস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম ৪৪ ...

আরাকান বিদ্রোহীর গুলিতে বাংলাদেশী যুবকের মৃ’ত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ...