আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। দেশ দুইটির কোনো একটির বিরুদ্ধে ...
উখিয়া নিউজ ডেস্ক::
সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসীর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে জিজান থেকে রিয়াদে আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১ জন।
নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর এলাকার মোসলেম মোল্লা, জয়পাড়া এলাকার সেলিম এবং মানিকগঞ্জের রশিদ। আহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুন।
জানা গেছে, জিজানে কাজ সেরে রিয়াদে বাসায় ফেরার পথে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতরা সবাই রিয়াদে বসবাস করতেন। একটি কোম্পানীতে কাজের কন্টাক্ট করতে জিজান গিয়েছিলেন বলে জানিয়েছেন নিহত মোসলেম মোল্লার প্রতিবেশি আরিফ মৃধা।
তিনি জানান, একটি প্রাইভেটকারযোগে চারজন রিয়াদ ফিরছিলেন। ওয়াদি আল দুরুস এলাকায় আসলে চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
পাঠকের মতামত