প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৮:৪৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে ৩৩৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল ‘বিনোদন নগরী’ গড়ে তোলা হবে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারী বার্তা সংস্থা এসপিএ।

 

এই বিনোদন নগরীকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সৌদি আরব। এতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড সব বিভিন্ন ব্যবস্থা থাকবে। গড়ে তোলা হবে সাফারি এবং থীম পার্ক।

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিনোদন নগরীর মূল বিনিয়োগ আসবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। এতে দেশি-বিদেশি আরও বহু কোম্পানিও বিনোয়োগ করবে।

২০১৮ সালে এটির কাজ শুরু হবে। এটি উদ্বোধন করা হবে ২০২২ সালে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবে পরবর্তী প্রজন্মের বিনোদন, সাংস্কৃতিক ও সামাজিক চাহিদা পূরণের সব ব্যবস্থা থাকবে এতে।

যুক্তরাষ্ট্রের ‘সিক্স ফ্ল্যাগস’ কোম্পানি জানিয়েছে তারা দেশটিতে তিনটিতে থীম পার্ক তৈরি করতে আলোচনা শুরু করেছে। এক একটি থীম পার্কের তারা তিনশো হতে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য কট্টর ওয়াবাহী মতাদর্শের অনুসারি সৌদি আরবে সম্প্রতি বেশ কিছু সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি শাসকরা তাদের তেল নির্ভরতা কমাতে চাইছেন। সেই সঙ্গে দেশটির কট্টরপন্থী ভাবমূর্তিও ঝেড়ে ফেলতে চাইছেন।

পাঠকের মতামত

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক ...