প্রকাশিত: ২৮/০৬/২০১৭ ১০:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, সৌদি সরকারের অর্থায়নে ‘প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এই প্রকল্পের অধিনে দেশে সর্বমোট ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হবে।

যা গত ২৫ এপ্রিল একনেক সভায় অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করার কথা উল্লেখ রয়েছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এরই মধ্যে হাইকমান্ড ...