প্রকাশিত: ২৮/০৬/২০১৭ ১০:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, সৌদি সরকারের অর্থায়নে ‘প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এই প্রকল্পের অধিনে দেশে সর্বমোট ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হবে।

যা গত ২৫ এপ্রিল একনেক সভায় অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করার কথা উল্লেখ রয়েছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...