প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৯:১৪ পিএম

saudiরোকন রাইয়ান: সৌদি আরবে নতুন আইন চালু করা হয়েছে। নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল হয়ে যেতে পারে।

দোকান খোলা থাকলে তখনই কিছু বলবে না বিশেষ সৌদি পুলিশ মোতোয়ারা। আজান শেষে ৫ মিনিট সময় অতিবাহিত হলে মোতোয়া থানায় রিপোর্ট দিয়ে দিবে। মোতোয়ারা নিজেরা গ্রেফতার করতে পারে না। রিপোর্ট পেয়ে সাদা পোশাকের পুলিশ এসে যে কোন মুহূর্তে থানায় নিয়ে যাবে।

সম্প্রতি একটি দোকান থেকে একজন বাঙ্গালী স্টাফকে রাত একটায় ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কারণ সে মাগরিবের সময় দেরীতে দোকান বন্ধ করেছে। হতে পারে কেউ নামায পড়ে কিন্তু আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে না দিলে ২৪ ঘন্টা বা তার অধিক ২ হতে ৩ দিন ও থানা হাজতে থাকতে হতে পারে। এভাবে দুই বার ধরা পড়ার পর আর আকামা হবে না। সূত্র: আরব নিউজ

পাঠকের মতামত

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...