প্রকাশিত: ১৯/১১/২০১৬ ৭:৩৭ এএম

cox_pic-300x225কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক নারীদের চলাফেরা নির্বিঘœ করতে ‘এন্টি ইভটিজিং টিম’ নামে একটি বিশেষ টিম গঠন করেছে ট্যুরিস্ট পুলিশ। শুধুমাত্র নারী সদস্যদের সমন্বয়ে গড়া ওই টিমে প্রাথমিকভাবে কাজ করছেন ১০ জন সদস্য। পর্যটন স্পটগুলোকে নারী বান্ধব করতেই এই উদ্যোগ। সৈকতে কোন পর্যটক নারী ইভটিজিং এর শিকার হলে বা বিনা অনুমতিতে কেউ তাঁর ছবি তুললে বা হয়রানী করলে সাথে-সাথেই ছুটে যাবে ওই টিমের সদস্যরা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘প্রায় সময় দেখা যায় ইভটিজিং অথবা হয়রানীর শিকার হওয়া নারীরা আমাদের ট্যুরিস্ট পুলিশের পুরুষ সদস্যেরদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিব্রত বোধ করেন। আবার অনেক সময় আমাদের পুরুষ সদস্যরা তাদের সমস্যা ও হয়রানীটাও ঠিক মত অনুধাবন করতে পারেন না। এসব সমস্যা কাটিয়ে তোলার লক্ষ্যে এই প্রথম বারের মত নারী পর্যটকদের সহযোগিতা ও সহায়তার জন্য কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের শুধুমাত্র নারী সদস্যদের নিয়ে গড়ে তোলা হয়েছে ইভটিজিং বিরোধী  র‌্যাপিড একশন টিম। এই টিমের সদস্য সংখ্যা পর্যাক্রমে বাড়ানো হবে।’
ট্যুরিস্ট পুলিশ সূত্র জানিয়েছে, সদ্য কার্যক্রম শুরু করা ‘এন্টি ইভটিজিং টিম’ এর সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে রয়েছেন এএসপি রায়হান কাজেমী নিজেই। উত্যক্ত বা হয়রানির শিকার পর্যটক নারীরা তাঁর মুঠোফোন নাম্বারে (০১৭৬৯৬৯০৭৩৪ ) যোগাযোগ করেও নিজের সমস্যার কথা জানাতে পারে। সৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, শৈবাল পয়েন্ট, ডায়াবেটিক পয়েন্ট বা দরিয়ানগর সবখানেই উত্যক্ত বা হয়রানির শিকার পর্যটক নারীদের সহায়তার জন্য প্রস্তুত থাকবে ‘এন্টি ইভটিজিং টিম’। এছাড়াও ‘কুইক রেসপন্স টিম’ নামে আরেকটি টিম গঠণ করা হয়েছেÑ যারা যেকোন পর্যটকের বিপদে ছুটে গিয়ে পাশে দাঁড়াবে।
এএসপি রায়হান কাজেমী বলেন, ‘সৈকতে কোন পর্যটক নারী ইভটিজিং এর শিকার হলে বা বিনা অনুমতিতে কেউ তাঁর ছবি তুললে বা হয়রানী করলে সাথে-সাথে ‘এন্টি ইভটিজিং টিম’ এর সদস্যরা ছুটে যাবে। বড় বোনের মত সমস্যার কথা শুনে সমাধান করে দিবে। সেই সাথে উত্যক্তকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবে।’
কক্সবাজারের সমস্ত পর্যটন স্পটে এই ‘এন্টি ইভটিজিং টিম’ এর কার্যক্রমের বিস্তার ঘটাতে চাওয়ার প্রত্যয় জানিয়ে রাহয়ান কাজেমী বলেন, ‘আমাদের আওতাধীন সকল পর্যটন স্পটে ইভটিজিংকে শূণ্যের কোটায় নামিয়ে আনা হবে। এখানকার পর্যটন স্পটগুলো হবে শতভাগ নারী বান্ধব।’

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...