সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ
রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...
সেন্টমার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন স্পট করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বিজওয়ানা হাসান।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের বন অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনকে রাতারগুলের মতো স্থানীয়দের কাছে রাখলে তা ঠিক থাকবে। যদি ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করতে হয় তাহলে অন্যরকম যুক্তি। কিন্তু সেন্টমার্টিনকে বাঁচাতে হলে কর্মপরিকল্পনা করতে হবে।
তিনি আরও জানান, সেন্টমার্টিন নিয়ে বর্তমান সরকার নতুন কোন কিছু করেনি। যা করা হয়েছে তা বহু পুরোনো সিদ্ধান্ত; যা এই সরকার বাস্তবায়ন করেছে। সেন্টমার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোন ম্যানেজমেন্ট নেই বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান।
পাঠকের মতামত