নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...
ডেস্ক রিপোর্ট ::
রাজশাহীর গোদাগাড়ীর চর মাজারদিয়ার সীমান্তে অনুপ্রবেশ করায় ৩ বিএসএফ সদস্যকে হেফাজতে নিয়েছে বিজিবি।
ভোরের দিকে এ ঘটনা। বিজিবি কমান্ডিং অফিসার জানান, ভোরবেলা টহলরত জওয়ানরা দেখতে পায় বিএসফ সদস্যরা বাংলাদেশ ভূখন্ডে অনুপ্রবেশ করেছে। তাৎক্ষণিকভাবে তাদের হেফাজতে নেয়া হয়। জানা যায়, তারা বিএসএফ ৮৩ হারুগারি ইউনিটটের সদস্য। ঘন কুয়াশার কারণে তারা পথ ভুলে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে কিনা, পতাকা বৈঠক করে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাদের ফেরত পাঠানো হবে।
পাঠকের মতামত