
শ.ম.গফুর, বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে ইয়াবা ও মাদক কারবার চলছে হরদম। রোহিঙ্গা শ্রোতের মাঝে স্থানীয় প্রশাসন ব্যস্ত সময় পার করছে।এ সুযোগে সীমান্তের পেশাদার পাচারকারীরা পোয়বারো ফাঁয়দা লুটছে। মাদকের চালান পাচারকালে উখিয়া ও ঘুমধুমে পৃথক ভাবে ইয়াবা ও তরল মাদক জব্দ করেছে উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ও ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির জোয়ানরা।২৫ নভেম্বর সকাল ৯টার দিকে ঘুমধুম বেতবুনিয়া বাজারের জনৈক হাবিবের বসতভিটার আঙ্গিনা থেকে ঘুমধুম বিজিবির (বিওপি) কমান্ডার রফিক আহমদ এর নেতৃত্বে একদল জোয়ান তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে এপারে নিয়ে আসা ১৫৩পিচ (১২%)নামক বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে গত মংগলবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় কক্সবাজার -টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীস্থ শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ী তল্লাশি চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা, নোহাগাড়ীসহ চালককে আটক করতে সক্ষম হয়েছে। শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপপরিদর্শক রাজেশ বড়ুয়ার নির্দেশে ইয়াবা ও মাদক প্রতিরোধের “জম “খ্যাত টুআইসি এএসআই ননী বড়ুয়ার দুঃসাহসিক অভিযানে চট্র-মেট্রো -চ -১১-৫৮২৬ নাম্বারধারী টেকনাফ থেকে ছেড়ে আসা চট্রগ্রাম মুহী নোহাগাড়ীটি চ্যালেঞ্জ পুর্বক তল্লাশি চালান। এসময় নোহা গাড়ীতে অভিনব কায়দায় লোকানো ১০ হাজার পিচ ইয়াবা, গাড়ির চালক চট্রগ্রামের হাটহাজারী উপজেলার জুবরা গ্রামের তজুমিয়ার ছেলে নেজাম উদ্দিন কে আটক করা হয়। আটক ইয়াবা, পাচারকারী ও নোহা গাড়ী সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উখিয়া থানার মামলা নং -২৪/১৭। প্রসঙ্গতঃ ইতিপূর্বে উক্ত হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রাজেশ বড়ুয়ার নির্দেশ ও টুআইসি এএসআই ননী বড়ুয়ার সাহসি অভিযান এবং তল্লাশিতে ২৫৫ হাজার ইয়াবার বৃহৎ চালান, ট্রাক গাড়ি, চালক হেলপার আটক, পরবর্তী ৮০ হাজার ইয়াবার চালান আটক করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়ন থেকে সেরা ইউনিট, সেরা অভিযান পরিচালনাকারী ও সেরা এএসআইএর সম্মাননা পদকে ভুষিত হয়ে পুলিশের ভার্বমুতি উজ্জ্বল করেন পুলিশের এই দুই অফিসার। সৎ -সাহসিকতার প্রতীক, ইয়াবা ও মাদক প্রতিরোধের “জম “হিসেবে স্থানীয় নানা শ্রেণীপেশার মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন রাজেশ -ননী দুই পুলিশ কর্মকতা। তাদের স্থানীয় মহল সাধুবাদ জানিয়ে ইয়াবা ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানান।
পাঠকের মতামত