প্রকাশিত: ০৪/১১/২০২১ ৯:২০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ২ দিনের সফরে শুক্রবার ৫ নভেম্বর কক্সবাজার আসছেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার সকাল ১০ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। পরে তিনি স্থানীয় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন বিকেল ৩ টায় কক্সবাজারে ডিপিএইচই কর্তৃক নির্মাণাধীন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করবেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার ৬ নভেম্বর সকাল ১১ টায় বাঁকখালী নদীতে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করবেন। বিকেল ৩ টায় তিনি স্থানীয় এক কর্মসূচীতে যোগ দেবেন।একইদিন বিকেল ৫ টা ৫৫ মিনিটে তিনি ২ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ শরীফুল আলম তানভীর প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

উখিয়ায় জাইকা প্রকল্পে পাহাড়ি মাটি দিয়ে সড়ক নির্মাণ!

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে পরিচালিত ডিগলিয়া-চাকবৈটা সড়ক নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের তথ্য পাওয়া ...

উখিয়ার সেই মাসুদ গ্রেফতার

ডেভিল হান্ট অপারেশন ফেইজ-২ এর অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ ...

রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন

কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন মিলেছে। ...