প্রকাশিত: ০৫/০৩/২০১৮ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ এএম

সীতাকুণ্ড প্রতিনিধি::

উপজেলার বিভিন্ন হাট–বাজারে বিষাক্ত রং মিশিয়ে অবাধে বিক্রি হচ্ছে সামুদ্রিক নানা প্রজাতির মাছ। রং মেশানো এসব মাছের মধ্যে রয়েছে পোপা, লইট্যা, ছোট চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ। ক্রেতারা তাজা মাছ মনে করে বেশি দাম দিয়ে এসব বিষাক্ত রং মেশানো মাছ কিনে নিয়ে প্রতারিত হচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করতে আসা সব ধরনের মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। জানা গেছে, বিশেষ করে সাগরের সন্নিকটে বাড়বকুণ্ড, কুমিরা ঘাট, ফৌজদারহাট, ভাটিয়ারী,বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড ঘাট দিয়ে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ কূলে নিয়ে আসে জেলেরা। আর কিছু অসাধু ব্যবসায়ী মাছগুলো অল্পদামে ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরণ করে। উক্ত মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে সীতাকুন্ড এলাকার ভাটিয়ারি বাজার, মাদামবিবিরহাট বাজার, জলিল বাজার, ফৌজদারহাট বাজার, কুমিরা বাজার, সীতাকুণ্ড বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় অবাধে বিক্রি হচ্ছে। কিন্তু কোনো প্রকার পদক্ষেপ নেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এব্যাপারে সীতাকুণ্ড মৎস্য অফিসার সেলিম রেজা বলেন, মাছে ক্ষতিকারক রং মেশানোর বিরুদ্ধে আমরা সবসময় তৎপর। কারণ রং মেশানো মাছ মানুষের দেহে নানা জটিল রোগ সৃষ্টি করে। তাই মাছে ক্ষতিকারক রং মেশানোর সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে জেল হাজতে প্রেরণ করি। মাছে ক্ষতিকারক রং মেশানোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...