প্রকাশিত: ১২/০৭/২০১৮ ৩:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫০ এএম

ডেস্ক রিপোর্ট ::
সামরিক প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা নিয়ে বাংলাদেশে ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সফররত মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সাবু।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এ তথ্য জানান তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “সামরিক ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, সামরিক প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে।”

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির ‘খুবই’ প্রশংসা করেন বলে জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়া অব্যাহত থাকবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।”

এসময় শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান।

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে ‘ভাতৃত্বপূর্ণ সম্পর্ক’ সম্পর্ক থাকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সম্পদ আছে। সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হবে।”

এসময় কৃষিক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃঘাতী ‍সংঘাত দুঃখজনক।

মোহাম্মদ বিন সাবু মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও মাহাথির মোহাম্মদকে শুভেচ্ছা জানান এবং ২০১৪ সালে মালয়েশিয়া সফরের কথা স্মরণ করেন।

মালয়েশিয়ার পার্লামেন্টে নির্বাচিত হওয়া এবং নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সাবুকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির আশা বাংলাদেশ-গাম্বিয়ার

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ও গাম্বিয়া। ...

কারামুক্ত হলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার (৩ মে) সকাল ...

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় হবে উন্মুক্ত কারাগার, শিগগির নির্মাণ শুরু

উন্নত দেশের ন্যায় বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ...