প্রকাশিত: ১২/০৫/২০২১ ১২:৩২ পিএম

স্ত্রী মিতু হত্যা মামলার বাদী হওয়ায় স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতারের সুযোগ নেই বলে জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

আজ বুধবার (১২ মে) দুপুরে মিতু হত্যা মামলার সবশেষ অবস্থা জানাতে ব্রিফিং করে পিবিআই। ডিআইজি বনজ কুমার বলেন, চট্টগ্রামে মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তারকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। তবে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে মিতুর বাবা বাদি হয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তাকে গ্রেফতার করা হবে।

এসময় বনজ কুমার বলেন, জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি বাবুল আক্তার।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই সময় তার স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় তিনি দাবি করেন, জঙ্গিবিরোধী কার্যক্রমের তিনি জড়িত থাকায় তার স্ত্রী আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। তবে সপ্তাহ দুয়েকের মাথায় তদন্তে নাটকীয় মোড় আসে। সন্দেহের তালিকায় উঠে আসে বাবুল আক্তারের নামও। পরে তাকে চাকরি থেকে অবসর নিতে হয়। মিতু হত্যার পর বাবুল আক্তার প্রথমে ঢাকার মেরাদিয়ায় শ্বশুরবাড়িতে উঠেছিলেন। প্রথমে তাকে নির্দোষ বলে গণমাধ্যমে বিবৃতি দিলেও পরে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন ও শাশুড়ি সাহেদা মোশাররফ হত্যাকাণ্ডের জন্য মেয়ের জামাইকে দায়ী করা শুরু করেন।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...