Inclusive Education Network-এর ব্যতিক্রমী উদ্যোগে কুতুপালংয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
“শিক্ষাই শক্তি, শিক্ষিত তরুণই দেশের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “Inclusive Education Network” এর উদ্যোগে ...
মাহবুব নেওয়াজ, সাবরাং:: সমাজসেবক মরহুম অালহাজ্ব নবী হোসাইন সাহেবের প্রতিষ্ঠিত টেকনাফ উপজেলাধীন বিশেষ পর্যটন এলাকা সাবরাংয়ের নয়াপাড়া অালহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় মাধ্যমিক ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করে। এই বিদ্যালয় থেকে মোট ৩৬ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা – ২০১৬ এ অংশগ্রহণ করেছিল। ফলাফলে পাসের হার শতভাগ। তন্মধ্যে অারিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ+ গ্রেড অর্জন করে। এ গ্রেড অর্জন করে ১৫ জন, এ- গ্রেড অর্জন করে ৯ জন এবং বি গ্রেড অর্জন করে ১১ জন। বিদ্যালয়ের এই সাফল্যে প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক উষ্ণ অভিনন্দন জানান।
পাঠকের মতামত