ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০২/২০২৫ ২:০১ পিএম

সাগরপাড়ে ভেসে এসেছে এক বাড়ি। ভাঙাচোরা এই বাড়ি কোথা থেকে বা কীভাবে এলো তা কেউ জানে না। তাই ভূতুড়ে এই বাড়ি নিয়ে আগ্রহের শেষ নেই। এক পলক দেখার জন্য বাড়িটিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। রহস্যজাগানিয়া বাড়িটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এল সালভেদরের দক্ষিণাঞ্চলীয় লা পুনতিলা সৈকতে ঘটেছে এমন ভূতুড়ে ঘটনা। চোলোপানজা নামে পরিচিত সালভাদোরের একজন ইউটিউবার সর্বপ্রথম এই বাড়ির ভিডিও প্রকাশ্যে আনেন।

ইউটিউবসহ বিভিন্ন প্লাটফর্মে বাড়িটির ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। তখন পর্যটকরা চম্বুকের মতো বাড়িটি দেখতে ছুটে আসতে থাকেন। অনেকেই হাজির হচ্ছেন পরিবারের সদস্যদের নিয়ে। তাদের ভাষায়, ঘুরে দেখার জন্য এই স্থানটা বেশ চমৎকার। আরও বেশি পরিমাণে মানুষের এখানে আসা উচিত।

ভিডিওতে দেখা যায়, পর্যটকরা ঘুরে ঘুরে বাড়ির ভেতরের অংশ দেখছেন। বাড়ির সিলিংয়ে স্টার অব ডেভিডের প্রতীকও দেখা যায়। আবার বাড়িটির দেয়ালে দেয়ালে বিভিন্ন রঙের গ্রাফিতিরও দেখা মেলে। ২০২১ সালে ধারণ করা ভিডিওতে, ভৌতিক এই বাড়িটি সাগরপাড়ে ভেসে আসার কোনো উত্তর জানা যায়নি। তবে মনে করা হয়, বাড়িটি সাগরতীরে থাকা এই বাড়ির রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হারিকেন মিচের নাম।

স্থানীয়দের দাবি, এটা আসলে একটি হোটেল ছিল। যার নাম হোটেল পুয়ের্তো ভেনচুরা। কেউ কেউ বিশ্বাস করেন, ১৯৯৮ সালে হারিকেন মিচ আঘাত হানার সময় হোটেলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবার এটিকে এক সময় উপাসনালয় হিসেবে ব্যবহার করা হতো বলে বিশ্বাস করেন কেউ কেউ। তবে রাজধানী সান সালভাদোর থেকে ৭৫ কিলোমিটার দূরবর্তী এই বাড়ি রহস্যজাগানিয়াই হয়ে রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...