প্রকাশিত: ২৫/০৯/২০১৮ ৩:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কাজ করে যাচ্ছে।

সোমবার নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী জেরেমি হান্ট সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

তাদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। তিনি জানান, জাতিসংঘ সদরদফতরে দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে জেরেমি হান্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক হয়। খবর: বাসস।

আসন্ন নির্বাচন সম্পর্কে জেরেমি হান্ট বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাও আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার জন্য কাজ করে যাচ্ছি। আশা করছি, সব রাজনৈতিক দল এতে অংশ নেবে।’

দু’নেতার বৈঠকে আলোচিত রোহিঙ্গা ইস্যু আসে বলেও জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে সমস্যাটা কোথায়, তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জেরেমি হান্ট।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তির কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা তাকে বলেন, ‘চুক্তি করলেও মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

মিয়ানমারে গণহত্যা চলছে বলে অভিযোগ আছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত হবে কিনা- তা জানতে চান জেরেমি হান্ট।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের নিশ্চয়তা দিতে পারলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে।’

রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাসস্থল নির্মাণের কথা জানিয়ে তিনি এ বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে জেরেমি হান্ট শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...