প্রকাশিত: ১৬/০৭/২০২১ ৪:৩৬ পিএম

সমুদ্রে প্রস্রাব করতে নেমে হাঙরের কামড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। ব্রাজিলের পী’দাদে সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট’র এক প্রতিবেদনে জানা গেছে, মার্সেলো রোচা স্যান্টোস নামে এক ব্যক্তি ৯ জুলাই রাতে বন্ধুদের নিয়ে ব্রাজিলের পী’দাদে সমুদ্র সৈকতে পার্টি করছিলেন।

খাওয়া-দাওয়ার সঙ্গে প্রচুর মদ্যপানও হয়েছিল সেই রাতে। পার্টি শেষে সমুদ্রে নেমে প্রস্রাব করতে যান মার্সেলো। পরদিন ভোরে সৈকতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল মার্সেলোর।

জানা গেছে, নেশার ঘোরে তিনি ভুলেই গিয়েছিলেন যে ওই সৈকতে অনেক হাঙর থাকে। ফলে মার্সেলোর প্রস্রাবের তীব্র গন্ধে আকৃষ্ট হয় হাঙর। নেশার ঘোরে থাকায় হাঙরের উপস্থিতি টের পাননি মার্সেলো। হাঙরের দল মার্সেলোর হাত পা কেটে নেয়। ফলে সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...