
আজ শুক্রবার, আন্তর্জাতিক শ্রমিক দিবস। প্রতি বছর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি এই দিনে পালন করা হতো। কিন্তু এ বছর প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দিবসটির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
…
করোনাভাইরাসের কারণে ১৩০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছেন বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকেরা। তাই এবারের শ্রমিক দিবসে নিজেদের অধিকার প্রতিষ্ঠা নয়, বরং জীবিকা নিশ্চিতের চ্যালেঞ্জে পড়েছেন শ্রমিকরা। বেকারত্বের শঙ্কায় আছেন লাখো শ্রমিক। এরই মধ্যে কর্মহীন হয়ে পড়েছে অনেকে। করোনা ভাইরাসের কারণে সারাদেশে এক মাসের বেশি সময় ধরে লকডাউন ও সাধারণ ছুটি চলছে। একইভাবে বন্ধ রয়েছে নির্মাণ কাজও। এর ফলে বিপাকে পড়েছে নির্মাণ শ্রমিকরা সহ বিভিন্ন পেশার শ্রমিক। তাই কর্মহীন হয়ে যাওয়া শ্রমিকদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই সংকটকালীন সময় উত্তরণের জন্য (সকল মালিক’কে) শ্রমিকদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল।
এম সাইফুল ইসলাম
যুগ্মসাধারণ সম্পাদক-শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, উখিয়া উপজেলা
পাঠকের মতামত