প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৬:৪৯ এএম

চট্টগ্রাম: সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ইঙ্গিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুধু গলাবাজি করলে মানুষের প্রতি দরদ হয় না। নগর উন্নয়ন এবং মানুষের উপকার করলে এমনিতেই দরদ দেখানো হয়।

শনিবার দুপুরে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে জঙ্গিবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ ও নিয়মিত পৌরকর পরিশোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, টুপি একটা মাথায় দিলে হবে না। মিথ্যাচার বন্ধ করতে হবে। মেয়র আমি নিজের ইচ্ছেতে হইনি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আর নগরবাসী ভোট দিয়েছেন। তাই আমি আজকে মেয়র। সুতরাং আমাকে খাটো করা মানে নগরবাসীকে অপমান করা। শুধু গলাবাজি করলে মানুষের প্রতি দরদ হয় না। নগর উন্নয়ন এবং মানুষের উপকার করলে এমনিতেই দরদ দেখানো হয়।

মেয়র বলেন, ট্যাক্স নিয়ে যে কথাবার্তা তার সঙ্গে নগরবাসী সম্পৃক্ত নন। ১৯৮৫ সালে চসিকের যে হার ছিল। ১৭ বছর মেয়র ছিলেন তিনিও তা অনুসরণ করেছেন। আপনি তো এর থেকে বেশি কিছু করে দেখা তে পারেন নি। তাহলে মানুষের সমালোচনা করেন কেন?

নাছির উদ্দীন বলেন, ইতিমধ্যে আপনাকে অনেক দাওয়াত দিয়েছি, আসেননি। আল্লাহ রাসুলের নামে শপথ করে বলেন আনি আপনার কি ক্ষতি করেছি। সঠিক উত্তর দেন, প্রয়োজনে গোলটেবিল করে এই সমস্যার সমাধান করবো।

তিনি আরো বলেন, মনজুর আলম ভাইয়ের আমলে ১৪ হাজার অ্যাসেসমেন্ট করেছেন। আমি সব নিষ্পত্তি করেছি। আমি সাবেক মেয়র যা ধার্য করেছেন তা থেকে কমিয়ে দিয়েছি। আ জ ম নাছির চুল পরিমাণ দুর্নীতি করেনি। কেউ প্রমাণ দিতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি।

জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, ২১ বছরে বৃষ্টির পানি নামার জন্য নালা হলো না কেন? ফুটপাত দখল আমি চেয়ারে বসার পর হয়েছে নাকি আগে হয়েছে? বিলবোর্ড কারা বসাতে অনুমোদন দিয়েছিলেন? আমি তো দিইনি। যাত্রীছাউনি মাদকাসক্তদের অভয়ারণ্য কারা বানিয়েছেন? আমি বিশ্বমানের যাত্রীছাউনি বানাব, আধুনিক পাবলিক টয়লেট বানাব। ১ বছর ৮ মাস ২০ দিন হলো দায়িত্ব নিয়েছি। প্রথম মাসে বেতন দিয়েছি ৯ কোটি টাকা। এখন বেতন দিচ্ছি ২০ কোটি টাকা।

পাঁচ বছর পর পুনর্মূল্যায়ন আইনি বাধ্যবাধকতার কারণেই করা হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, এটি না করলে আমাকে ব্যর্থ বলা হবে। সেক করা হবে। আদালতের সহানুভূতিও পাব না।

স্থানীয় কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর। উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবিদা আজাদ এবং পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...