
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি বেসরকারি হাসপাতাল ও তিন ফার্মেসীকে ১২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন বিক্রি ও ব্যবহার এবং অপারেশন থিয়েটারের অপরিচ্ছন্নতার দায়ে এই অর্থদন্ড দেয়া হয়েছে। চলমান র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। র্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন ব্যবহার এবং অপারেশন থিয়েটারের অপরিচ্ছন্নতার দায়ে জেনারেল হসপিটাল এবং মেসার্স জেনারেল হসপিটাল ফার্মেসীকে সাত লাখ টাকা, ডিজিটাল হাসপাতাল কক্সবাজার এবং মেসার্স ডিজিটাল কর্ণার ফার্মেসীকে সাড়ে তিন লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন বিক্রির দায়ে পানবাজার সড়কের মেসার্স এন. এফ মেডিকো ফার্মেসীকে ত্রিশ হাজার টাকা, মেসার্স ইউনাইটেড মেডিক্যাল ষ্টোর ফার্মাসীকে ৭৫ হাজার টাকা, মেসার্স দেশ মেডিকো ফার্মাসীকে এক লাখ ২৫ হাজার টাকা এবং মেসার্স শ্যামলী প্লাস ফার্মেসীকে ১০ হাজার জরিমানা করা হয়। টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ড্রাগ এ্যাক্ট ১৯৪০ মোতাবেক জরিমানা করা হয় বলে জানান মেজর মো. মো. রুহুল আমীন। অভিযানে নেতৃত্ব দেন র্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
পাঠকের মতামত