প্রকাশিত: ২৯/০৭/২০১৮ ৪:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০২ এএম

চট্টগ্রাম- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় ২৯ জুলাই রবিবার সকাল ১১টায় অভিযান চালিয়ে ৮২ হাজার পিচ ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত হাইয়েচ গাড়িটি করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে চালক কৌশলে পালিয়ে গেছে বলে জানা গেছে।

আটক পাচারকারী আবদুল কাদের মাতুব্বর (৫২) ফরিদপুর সদরের সাড়েসাত রশি এলাকার আবদুল খালেক মাতুব্বর পুত্র। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম শহরমুখী একটি হাইয়েচ গাড়িতে (ঢাকা মেট্রো-চ-৫৩-০০২৪) তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা বলে থানা সূত্রে প্রকাশ। আটক ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, একইদিন বেলা ৩টায় ইয়াবা উদ্ধারের ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে থানা পুলিশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। এ সময় লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...