প্রকাশিত: ২৩/০৭/২০১৮ ৬:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২১ এএম

লোহাগাড়া সংবাদদাতা::
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কে খাঁনদিঘী নামক স্হান হতে মিয়ানমারের এক মহিলা নাগরিককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল নিশ্চিত করেছেন।আটককৃত মহিলা পাচারকারীর নাম
ফাতেমা বেগম(৫০)।সে মিয়ানমারের বুচিডং কেয়াজিঙ্গা পাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেন প্রকাশ ছালামের স্ত্রী। থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ২৩জুলাই সকালে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল ও এসআই মুহাম্মদ সোহেল সিকদারের নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের মহিলা নাগরিককে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটক ইয়াবা পাচারকারী ফাতেমা জানান,তার বাড়ী মিয়ানমারে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে দু`সন্তানকে নিয়ে বসবাস করে যাচ্ছেন।উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো তিনি ৫হাজার টাকার বিনিময়ে চট্টগ্রাম শহরে পৌঁছে দিতে জনৈক একজন মাদক বিক্রেতার কাছে নিয়ে যাচ্ছিল।লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আটক ফাতেমা একজন মিয়ানমারের নাগরিক
আমাদের থানা পুলিশের একটি টিম তাকে ৫শ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অনুপ্রবেশকারী আইনে পৃথকভাবে দুটি মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল উক্ত প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...