প্রকাশিত: ২৫/১০/২০১৬ ৭:৩৭ পিএম

lama-photoএম,বশিরুল আলম,লামাঃ
লামায় ”মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রয়োজন মাতৃভাষা  শিক্ষা“ বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান আহসানিয়া মিশন ইউনিক-২ প্রকল্প ঢাকা’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এডভোকেসি সভায় সভাপতিত্ব করেন পৌর ময়ের মো: জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, প্রাথমিক শিক্ষা অফিসার যতিন্দ্র মন্ডল। “ পরিবেশ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাতৃভাষায় শিক্ষাদান আবশ্যক, প্রয়োজন সরকারের সদিচ্ছা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠকরেন মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান চাছিংপ্রু মার্মা, আহসানিয়া মিশনের আঞ্চলিক কর্মকর্তা কামরুল আহসান, লামা আলীকদম উপজেলার সমন্বায়ক, স্বপন কুমার সাধু, ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।

এর মধ্যে উল্লেখযোগ্য, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর ১৮,১৯ ও ২০ অনুচ্ছেদের বাস্তবায়ন, ২০১৬ এর ৫ ধারার ২ উপধারা বাস্তবায়ন ও পার্বত্য চুক্তি ১৯৯৭-এ {ধারা ৩৩ (খ)(২)},১৯৯৮ সনে গৃহীত রাঙ্গামাটি ঘোষণাপত্র,(রাঙ্গামাটি ঘোষণাপত্র,১৯৯৮; ৫৩) সহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ১৯৯৮ সালে ২২ নং তফশীলে ৩ নং শিক্ষার অনুচ্ছেদ বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলে “ মানসম্মত প্রাথমিক শিক্ষা : প্রয়োজন মাতৃভাষা শিক্ষা” স্লোগানটি বাস্তব রুপ লাভ করতে পারে মর্মে এডভোকেসি সভায় প্রস্তাব উঠে আসে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...